করােনাতে লাখো মাস্ক দেবে শাওমি

২৫ মার্চ, ২০২০ ১০:২১  
করোনাভাইরাস বাস্তবতায় লাখো এন৯৫ মাস্ক ও সুরক্ষা স্যুট ভারতের দিল্লি এবং পাঞ্জাবে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে প্রযুক্তি পণ্য নির্মাতা চীনা প্রতিষ্ঠান শাওমি। শাওমি’র বৈশ্বিক ভাইস প্রেসিডেন্ট এবং শাওমি ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক মানু জেইনের দেওয়া তথ্য অনুসারে, দিল্লি, পাঞ্জাব, কর্নাটক অঞ্চলে ওই মাস্কগুলো বিতরণ করবে শাওমি। — খবর আইএএনএস ভারতের বিভিন্ন সরকারি হাসপাতালে ‘হ্যাজম্যাট স্যুট’ দেওয়া হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, ক্ষতিকর ও বিপদজনক পদার্থ থেকে পরিহিতকে রক্ষা করতে পারে এ ধরনের স্যুট।